নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান তুষার ইমরান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট আর ৪১টি ওয়ানডে ম্যাচ খেলা তুষার ইমরান ঘরোয়া ক্রিকেটে রান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে।
জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তুষার ইমরান বাংলাদেশের হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৭৭টি। রান করেছেন সবার চেয়ে বেশি ১১ হাজার ৭০৪।
পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলা কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ার করেছেন ১১ হাজার ২১৩৷ তবে পাকিস্তানের হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ ১১ হাজার ৮৩০ রান আছে ফাওয়াদ আলমের।
কেবল রান দিয়েই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করার দিক থেকেও সাইদ আনোয়ারকে ছাড়িয়ে একধাপ এগিয়ে আছেন তুষার ইমরান। তুষার ফাস্ট ক্লাস ক্রিকেটে মোট ৩১টি সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের আছে ২৬টি সেঞ্চুরি।
তুষার ইমরান পরেই ২য় সেরা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে অলক কাপালি৷ ১৬৭ ম্যাচ খেলে ৯ হাজার ৬৭ রান করেছেন তিনি৷ যদিওবা তুষার এবং অলক দু’জন আছেন লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে।