কিংবদন্তিদের পাশে জায়গা পেয়ে অভিভূত মুশফিক

নিউজ ডেস্ক »

সম্প্রতি ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন একটি একাদশ প্রকাশ করেছে। যেখানে মূল্যায়ন পেয়েছে যারা কৈশোরের টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারে অভাবনীয় উন্নতি করেছেন তারা। সেই দলে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। বর্তমান ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়া আর মাত্র একজন আছেন দলে তিনি প্যাট কামিন্স।

 

উইজেডেনের বাছাইকৃত সেই একাদশে আছেন অনেক কিংবদন্তি। তাদের পাশে নিজের নামকে দেখতে পেয়ে স্বভাবতই অভিভূত মুশফিক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় মুশফিক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন,’‘আলহামদুলিল্লাহ্‌। কী দারুণ এক অনুভূতি, কিংবদন্তিদের সাথে এমন এক দলে থাকতে পারে। আমি সত্যিই গর্বিত।’’

 

একমাত্র বাংলাদেশি ও বর্তমান ক্রিকেটারদের দুইজনের একজন হয়ে এই একাদশে জায়গা করে নেয়েছেন তিনি। মুশফিক ছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকে একাদশে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এছাড়া আছেন শচীন টেন্ডুলকার, মার্টিন ক্রো, ইমরান খান, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলের মত কিংবদন্তিরা।

 

একনজরে উইজডেনের সেরা কিশোর (টিনএজ) একাদশ : নেইল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »