কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন শোয়েব-সরফরাজরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে ‘কাশ্মীর’। ভারত সরকারের পক্ষ থেকে ৩৭০ ধারা বাতিলের পর মূলত শুরু হয় কাশ্মীরে অস্থিরতা। এবার কাশ্মিরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার এবং বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ।

পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর বর্তমানে দখলে রয়েছে ভারতের সামরিক ও আধা সামরিক বাহিনীর কব্জায়। ভারত সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কাশ্মীরের অস্থিরতা কমাতে এই সেনা মোতায়েনের কথা। কিন্তু বাস্তবতা বলছে সেখানে অবস্থা আরও বেগতিক। সব ধরণের যোগাযোগ বন্ধ করার পাশাপাশি সেখান থেকে বিচ্ছিন করা হয়েছে ইন্টারনেট সংযোগও। সাংবাদিকদের চলাচলও রয়েছে সীমিত।

এদিকে সম্প্রতি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের সেনা বাহিনীতে যোগ দেয়ার পর কাশ্মীরে ক্রিকেট একাডেমি তৈরি করার ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার কাশ্মীরের পাশে আছেন বলে করেছেন টুইট।

https://twitter.com/shoaib100mph/status/1160914638084726786

পাকিস্তানের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ তাই টুইটারে একটি পোস্টের মাধ্যমে লেখেন, ‘কাশ্মীরি ভাইদের পাশে পুরো পাকিস্তান রয়েছে। কাশ্মীরের দুঃখ, দুর্দশা যেন ভাগ করে নিতে পারি। আল্লাহ যেন তাদের সাহায্য করে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে। সেই প্রার্থনাই করি।’

এছাড়া কাশ্মীর ইস্যুতে টুইট করেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »