https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে ক্রিকেট একাডেমি তৈরি করার পরিকল্পনা করছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যেখানে বিনামূল্যে কাশ্মীরের তরুণদের প্রশিক্ষণ দেয়ার কথাও জানা গেছে।
বর্তমানে পুরো বিশ্বে অন্যতম আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। কাশ্মীরের উপর থেকে ভারতের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পাশাপাশি প্রদশটিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী।
এদিকে ভারত জাতীয় দল থেকে সাময়িক বিশ্রামে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে ভারত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল পদ পাওয়ার পর এই অবসর সময় কাশ্মীরেই আছেন ধোনি। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখাশোনার দায়িত্বে থাকার সময় এমন ধোনি এওন পরিকল্পনা করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। সেখান থেকে এসে ভারতের ক্রীড়ামন্ত্রীর কাছে ক্রিকেট একাডেমি তৈরির ব্যাপারে চিঠিও দিবেন বলে জানা গেছে।
বর্তমানে জাতীয় দলের হয়ে খুব বেশি ভালো সময় কাটাতে পারছেন না ধোনি। অবসরের গোধূলিতে আসার পর ধোনি যে ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে চাচ্ছেন সেটার আভাসই যেন পাওয়া গেল ধোনির এমন পরিকল্পনার কথা প্রকাশ করে।