নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগে কাশ্মীরে একটি বড় ভুমিকম্পে প্রান হারান ৩৭ জন নিরীহ মানুষ। আহত পাঁচশতাধিক মানুষ। আর সেখানে পরিদর্শনে গিয়ে মানুষের সাথে কথা বলেছেন আদিল রশিদ। তাদের সুখ-দুঃখের কথা জানতে চেয়েছেন তিনি।
ইংল্যান্ড জাতীয় দলে খেললেও আদিল রশিদের বাড়ি পাকিস্তানের কাশ্মীরের মিরপুুরে। তাই মাটির টানেই এসেছেন বলে জানান আদিল রশিদ। নিজের জন্মস্থান না হলেও পাকিস্তানের কাশ্মীর তার বাবা-মায়ের জন্মস্থান। তাই সাত সমুদ্র তেরো নদী পার করে দেশের প্রতি নিজের দ্বায়িত্ব পালন করেছেন রশিদ।
আদিল রশিদ জানান, ‘মিরপুরের প্রতি আলাদা একটা ভালোবাসাতো অবশ্যই আছে আমার। আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছেন। এ জন্যই আমি পাকিস্তানে এসেছি সাহায্যের জন্য।’
এদিন তিনি মিরপুরের জেলা স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিকেল ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এই ঘটনার ছবি এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কোন এক প্রতিষ্ঠান। অল্পসময়েই দ্রুত ছড়িয়ে পরে ভিডিওটি।
প্রসঙ্গত, আদিল রশিদ ইংল্যান্ড জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়। ১৯টি টেস্ট খেলে ৩৪টি উইকেট নিয়েছেন। ওডিআইতে ৯৮ ম্যাচে ৯৩ উইকেট এবং ৩৭টি টি২০ ম্যাচ খেলে ৩৫টি উইকেট শিকার করেছেন তিনি।