কাল টাইগারদের আফগান পরীক্ষা

নিউজ ডেস্ক »

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল এগারটায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মেইক শিফট ওপেনার মেহেদী হাসান মিরাজে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট নাকি তরুণ তুর্কী তানজিদ হাসান তামিমই থাকছেন ওপেনিংয়ে। অপর ওপেনার হিসেবে লিটন কুমার দাস থাকছেন সেটা নিশ্চিত করেই বলা যায়।

একাদশ নিয়ে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে আজ প্রেস কনফারেন্সে খোলাশা করে কিছু বলেন নি। তিনি জানান, ম্যাচের দিন সকালেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে আছেন কেবল লিটন দাস। মেহেদি হাসান মিরাজের সাম্প্রতিক ফর্ম আশা জাগাচ্ছে বাংলাদেশকে। নতুন বলে ফজল হক ফারুকী আর মুজিব উর রহমানকে সামলাতে হয়তো লিটনের সঙ্গী হাতে পারেন মিরাজ। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের খেলা হবে না বিশ্বকাপের প্রথম ম্যাচে।

মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে চলে আসলে একাদশে জায়গা পেতে পারেন স্পিশালিস্টি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া মিডল অর্ডারে ব্যাট হাতে ইনিংসটাকে টেনে তুলার দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। সাত নম্বর পজিশনে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »