সাকিব শাওন : »
ক্রিকেট ক্যারিয়ার ছিল ৯ বছরের। তবে খেলোয়াড়ি জীবন থেকে সরে গেলেও ক্রিকেটকে বিদায় জানননি সঞ্জয় মাঞ্জরেকার। ২২ গজের খেলা ছাড়ার পর ধারাভাষ্যে থিতু হয়েছেন তিনি। তবে অধিক বেফাঁস মন্তব্য করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কালো তালিকায় নাম ওঠে তার। বাদ পড়েন ধারাভাষ্য প্যানেল থেকে। সেই মাঞ্জরেকার ভারত সিরিজ দিয়েই আবার ধারাভাষ্যে ফিরছেন।
ধারাভাষ্য কক্ষে বসে মাইক্রোফোন হাতে বেফাঁস মন্তব্য করার অভ্যাস দীর্ঘদিনের। এ কারণে কয়েকবার সমর্থকদের তোপের মুখেও পড়েছেন মাঞ্জরেকার। গতবছর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এক টেস্ট ম্যাচ চলাকালীন সময় সহকর্মী হর্শ ভোগলের ক্রিকেট বিশ্লেষণের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে কটাক্ষ করার পর নিজ দেশেই সমালোচিত হয়েছিলেন মাঞ্জরেকার। তার বিপক্ষে অভিযোগ আছে আইপিএলে ধারাভাষ্য দেওয়া নিয়েও। গত বছর আইপিএলের ফাইনালে নির্দিষ্ট একটি দলের পক্ষ নিয়ে ধারাবিবরণী করেছিলেন।
মাঞ্জরেকারের বিপক্ষে অভিযোগের শেষ নেই যে কারণে চলতি বছরের শুরুর দিকে ধারাভাষ্য প্যানেল থেকে তাকে বাদ দেয় বিসিসিআই। পরে ক্ষমা চেয়েও পার পাননি তিনি। চলমান আইপিএলেও জায়গা হয়নি তার।
তবে মাঞ্জরেকার আবার ধারাভাষ্য কক্ষে ফিরছেন ভারত সিরিজ দিয়ে। আসন্ন অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার সিরিজে ধারাবিবরণী করবেন তিনি। প্রায় দুই দশক ধরে ধারাভাষ্য দেওয়া মাঞ্জরেকার নিজেই এই তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম মুম্বই মিররকে।
চলতি সিরিজের আয়োজক দেশ অস্ট্রেলিয়া, সেহেতু টেলিভিশন সম্প্রচারের স্বত্ব ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। বিসিসিআই চাইলে মাঞ্জরেকারকে হোম সিরিজে বাতিল করতেই পারে। তবে বিদেশ সফরে তাকে না রাখার ক্ষমতা তাদের হাতে নেই।