কালার ব্লাই‌ন্ডের বিষয়‌টি সম্পূর্ণ অসত্য: লিটন

শোয়েব আক্তার »

গত ২২ শে ন‌ভেম্বর কলকাতার ইডেন গা‌র্ডেন‌সে প্রথম বা‌রের ম‌তো দিবা রা‌ত্রির টে‌স্টে মু‌খোমু‌খি হয় বাংলা‌দেশ ও ভারত।ইডেন টেস্টের আগে ভারতীয় গণমাধ্য‌মে ফলাও ক‌রে প্রকাশ হয় যে,‌গোলাপী বল ‌চো‌খে দেখ‌তে পার‌ছেন না লিটন দাস।এমনি লিট‌নের চোখ পরীক্ষা ক‌রে জানা গে‌ছে তি‌নি বর্নান্ধ(কালার ব্লাইন্ড)।এ নিয়ে লিটন নি‌জেও বেশ শঙ্কিত ব‌লে খবর প্রকাশ করা হয়।

ভারতীয় গণমাধ্য‌মের বরাত দি‌য়ে দে‌শি গণমাধ্যমে বিষয়‌টি গুরু‌ত্বের সা‌থে প্রচার করা হয়।অথচ ওই টেস্টে প্রথম ইনিংসে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ *** রান করে মাথায় আঘাত পে‌য়ে রিটায়ার্ড হার্ট হন লিটন।দে‌শে ফেরার পর আজ প্রথমবার গণমাধ্য‌মের মু‌খোমু‌খি হোন তি‌নি।গোলাপি বল দেখা নিয়ে প্রশ্ন করতেই লিটন বিরক্তি প্রকাশ ক‌রে ব‌লেন,পুরো ব্যাপারটা অসত্য।

বিপিএলের ঢাকা পর্ব শে‌ষে দল গু‌লো এখন চট্টগ্রা‌মে অবস্থান কর‌ছে।আগামীকাল খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব।শেষ মুহু‌র্তে নিজেদের ঝা‌লি‌য়ে নিতে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন রাজশাহী রয়্যাল‌সের আন্দ্রে রাসেল, লিটন দাস,আফিফ হোসেনরা।

অনুশীলন শেষে সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে লিটন ব‌লেন, ‘বিষয়টা নির্ভর করছে আপনাদের উপর আপনারা কীভাবে নিচ্ছেন। বল যদি দেখতেই সমস্যা হত আমি প্রথম বল থেকেই খেলতে পারতাম না। এটা আমার কাছে ফ্যাক্টর না যে অন্যরা কীভাবে নিচ্ছে।’

সাংবাদিকদের ভুল তথ্য সাধারন মানুষের কা‌ছে ভুল বার্তা ‌দেয় এমনটা উল্লেখ করে ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ব‌লেন, ‘আর আপনাদের একটা নিউজ, ভারতীয় একটা নিউজ কিন্তু অনেকজন দেখে। বাংলাদেশী মিডিয়াকে অনেকে ফলো(অন‌ুসরন) করে, যারা গ্রামে থাকে তারা চিন্তা করতে পারে লিটন মনে হয় কালার ব্লাইন্ড। তো নির্ভর করছে আপনাদের উপর, আপনারা যেভাবে নিউজ দিবেন, ওইভাবেই হবে।’

ইডেন টেস্টে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থে‌কে ছিট‌কে যাওয়া প্রস‌ঙ্গে লিটন ব‌লেন, ‘আমাকে প্রথমে সিটি স্ক্যান করতে পাঠিয়েছে, উনারা রিস্ক নিতে চায়নি। এছাড়া আমার ওই অবস্থা ছিলনা যে আমি উঠে গিয়ে ব্যাট করবো। ম্যাচে খেলেও কাভার করতে পারিনি তাই খারাপ লাগছিল। এরপর কয়েকদিন আমি রেস্টে ছিলাম। মানসিকভাবে কোন প্রেসার ছিলনা। মাথায় বল লাগলে হয় কি মাথা ব্যাথা করা, ভারী লাগা এগুলো আমি অনুভব করেছিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »