কারা থাকছেন বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারের দায়িত্বে দেখে নিন

ক্রীড়া প্রতিবেদক »

সাত বছর পরে বাংলাদেশের মাটিতে সন্ধ্যায় পা রাখলো ভারত জাতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে এই সিরিজে।এবার চূড়ান্ত হলো বাংলাদেশ – ভারত সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা।

প্রতিটি ম্যাচে একজন করে ম্যাচ রেফারির পাশাপাশি থাকবেন দুজন অন ফিল্ড আম্পায়ার,সাথে একজন টিভি অাম্পায়ার পাশাপাশি থাকবেন একজন চতুর্থ আম্পায়ারও। তিন ওয়ানডে ও দুই টেষ্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাদুগালে।

প্রথম ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাইকেল গফ ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে শরফুদ্দৌলা ইবনে সৈকতকে। চতুর্থ আম্পায়রের দায়িত্বে থাকছেন গাজী সোহেল।

দ্বিতীয় ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন মাইকেল গফ ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে তানভীর আহমেদকে। চট্টগ্রামে শেষ ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন মাইকেল গফ ও তার সঙ্গী গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন তানভীর আহমেদ।

আগামী ৪,৭,১০ তারিখে তিনটি ওয়ানডে খেলবে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »