কানাডায় আবারো গেইল তান্ডব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কানাডায় চলছে গ্লোবাল টি-টোয়েন্টি লীগ। সেখানে অংশ‌ নিচ্ছে সাবেক বর্তমানের বিশ্বসেরা ক্রিকেটাররা। এই টূর্ণামেন্টে অংশ‌ নিচ্ছে ইউনিভার্স বস ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ক্রিস গেইল নেতৃত্ব দিচ্ছেন ভ্যাঙ্কুভার নাইটস কে। কয়েকদিন আগে ক্রিস গেইল এক অসাধারণ সেঞ্চুরি করেছিলেন। গতকাল আবারো ব্যাটিং তান্ডব চালিয়েছেন ক্রিস গেইল। সেঞ্চুরি করতে না পারলেও ৪৪ বলে ৯৪ রানের দানবীয় ইনিংস খেলেছেন ক্রিস গেইল।

ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে এডমনটন রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে। এডমনটন রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন বেন কাটিং এবং ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নেওয়াজ। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পার করে ভ্যাঙ্কুভার নাইটস। ক্রিস গেইল ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলতে তিনি ৬টি চার ও ৯টি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ছিলো: ২১৩.৬৪। এই ইনিংস খেলে গেইলকে প্যাভিলিয়নে পাঠান বেন কাটিং। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে করতে না পারলেও দানবীয় ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া শোয়েব মালিক ১৭ বলের ৩৪ রানের ক্যামিলো ইনিংস খেলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »