কানাডাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। গত রাতে কানাডাকে ৭ উইকেট হারিয়ে সুপার এইটে খেলার আশা বাচিয়ে রেখেছে গত আসরে ফাইনাল খেলা বাবর আজম বাহিনী।

 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানী পেসারদের তোপে পড়ে মাত্র ১০৬ রান করে কানাডা। ৪৪ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার অ্যারণ জনসন। আমির ১৩ রানে ২, হারিস ২৬ রানে ২, শাহিন আফ্রিদি ও নাসিম ১টি করে উইকেট শিকার করেন।

 

১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার সিয়াম আয়ুব ৬ রান করে ফিরলেও রিজোয়ান ৫৩ বলে ৫৩, বাবর আজম ৩৩ বলে ৩৩ রানের ইনিংস খেললে ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে প্রথম জয় তুলে নেয় পাকিস্তান।

 

বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন পেসার মোহাম্মদ আমির।

 

এ জয়ের পর সুপার এইটের রেসে টিকে থাকলেও পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো সহ আমেরিকার পরাজয় কামনা করতে হবে সুপার এইট খেলতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »