নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মার্টিন গাপটিলের গল্পটা সবারই জানা। বাম পায়ে মাত্র ২টি আঙ্গুল নিয়ে ২২ গজের ক্রিকেট মাঠে ঝড় তুলছেন। অজি পেসার প্যাট কামিন্সেরও ঠিক এমনই গল্প আছে। পেসার হয়েও ডানহাতের মধ্যাঙ্গুলির নির্দিষ্ট অংশ ছাড়াই দুর্দান্ত সুইং ও বাউন্সে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষের ব্যাটসম্যানকে। ছোটবেলায় একটি দুর্ঘটনায় হারানো আঙ্গুল তার বোলিংয়ে প্রভাব ফেলে না, এমনটাই বললেন কামিন্স।
চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ২৪ উইকেট শিকার করেছেন কামিন্স। এই সিরিজে সব টেস্ট খেলা একমাত্র অস্ট্রেলিয়ান পেসার তিনি। এখনো আছেন সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১ নম্বরে। বলা হয় বোলিং আর্মের মাঝের আঙ্গুলটি আউটসুইংয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কামিন্সের ক্ষেত্রে এই কথাটি যেন বেমানান। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ড কাপ্তান জো রুটকে আউট করা কামিন্সের ডেলিভারিটি খেয়াল করলে দেখা যায় কামিন্স মাঝের আঙ্গুলের উপরের অংশের সাহায্য ছাড়াই কাজটি করেছেন কত নিখুঁতভাবে করেছেন।
প্যাট কামিন্সকে নিয়ে এক বিশ্লেষণে ব্রেট লি বলেন, “আঙ্গুলের কিছু অংশ না থাকায় গুরুত্বপুর্ণ সিমিং পজিশনে বল দ্রুত বের হতে সাহায্য করে । প্যাট এই সুযোগটা কাজে লাগাতে পারে আর এ জন্যই সফল হয়।”