নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কায় এবার বসতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী। এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ যুবারা। আজ ২ সেপ্টেম্বর ( সোমবার ) আকবর আলীর নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই এশিয়া কাপ। যার শেষ হবে ১৪ই সেপ্টেম্বর।
এবারের এ আসরে অন্যতম ফেভারিট দল হিসেবে এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ দল। এই এশিয়া কাপ খেলার আগে বাংলাদেশ দল ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভারত ও ইংল্যান্ডকে পুরো কোণঠাসা করে দিয়েছিলো। পুরো টুর্ণামেন্টে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হবার দাবিদার মনে করা হচ্ছিলো তবে ফাইনালে গিয়ে হেরে গেলেও বাংলাদেশ তাদের সামর্থ্য সকলকে দেখিয়ে দিয়েছে। আর সেই সিরিজের বাংলাদেশ দলের পারফরম্যান্সে সাহস যোগাচ্ছে পুরো দলকে সেটাই জানিয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী।
আকবর আলী জানিয়েছেন, ” ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড ও ভারতকে হারানো বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর এই অভিজ্ঞতা এশিয়া কাপের কাজে লাগাবো। আর সামনে বিশ্বকাপেও ভালো করার চেষ্টা করবো।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তাদের নিয়ে আত্মবিশ্বাসী দেখালেও কোচ নাভেদ নেওয়াজ বলেছেন অন্য কথাও। তিনি বলছেন দল এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। কোচ নাভেদ নেওয়াজ জানিয়েছেন, ” ইংল্যান্ডে দল ভালো করেছে। ছেলেরা আত্মবিশ্বাসী আছে। তবে আমরা এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পাইনি। সেটি খূ্জে পাইনি। আর তাই সকলে আশা করছে এই দল নিয়ে এবার হয়তো চ্যাম্পিয়ন হবার আক্ষেপ পূর্ণ হবে।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল কখনো এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনকি আফগানিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৯ দল অনেক ভালো খেলছে।