কলকাতা যাচ্ছেন নাজমুল হাসান শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে উঠে। তবে টাইগারদোর শিরোপা জয় অধরাই রয়ে গেল। আজ ফাইনাল ম্যাচে পাকিস্তানের সাথে ৭৭ রানে হেরেছে শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। ইমার্জিং কাপের ৫ম ম্যাচে অর্থাৎ শুধু ফাইনালে হেরেছে টাইগাররা।

পুরো টূনার্মেন্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আজ ফাইনালে করেছেন ৪৬ রান। তাছাড়া ইমার্জিং কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান শান্ত’র। করেছেন ৫ ম্যাচে ৫ ইনিংসে ২৮০ রান। তার সুবাদে এখন কলকাতা যাচ্ছেন তিনি।

বাংলাদেশ ও ভারত কলকাতায় প্রথম বারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলছে। তবে তিন ইনিংসে ব্যর্থ বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। তবে ইঞ্জুরিতে সাইফ হাসান, লিটন কুমার দাস ও নাঈম হাসান। যার ফলে বাংলাদেশ দলে এখন ১১ জন। কেননা লিটন ও নাঈমের রিপ্লেস হিসেবে একাদশে তাইজুল ও মিরাজ। আর থাকে একজন মুস্তাফিজ। যদি আর কোনো ফিল্ডার মাঠ ছাড়েন, তখন পানি টানার লোকও থাকবে না। যার কারণেই শান্ত’কে দ্রুত পাঠানো হচ্ছে। জানা গেছে সন্ধ্যার একটি ফ্লাইটেই দেশ ছাড়বেন শান্ত

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »