কর্পোরেট লীগে দেখা যেতে পারে বিদেশি ক্রিকেটারদেরও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহামারী করোনা ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়েছিল দীর্ঘ সময়ের জন্য, এরপর মাঠে ক্রিকেট ফিরেছে , ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটও।তবে বাংলাদেশ ক্রিকেট দলের ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। শ্রীলংকা সফর বাতিল হওয়ার পরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ঘরোয়া টি২০ লীগ আয়োজনের, এবার জানা গেলো এই টুর্নামেন্টে খেলতে পারে বিদেশি ক্রিকেটাররাও।

শ্রীলংকা সিরিজ স্থগিত হওয়ার পরে বাংলাদেশ দল নিজেদের মধ্যে ইতিমধ্যে খেলেছে দুইটি প্রস্তুতি ম্যাচ। ইতিমধ্যে ঘোষণা হয়েছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট স্কোয়াডও। ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে নভেম্বরে শুরু হবে কর্পোরেট লীগ। শুধু দেশীও ক্রিকেটার নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে বিদেশী ক্রিকেটাররাও থাকতে পারে এই টুর্নামেন্টে, এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পরে দুই একদিনের মধ্যেই।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘‌কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পুরোটাই নিলাম হবে কিনা, বিদেশি খেলোয়াড় থাকবে নাকি, উন্মুক্ত থাকবে নাকি নিলাম হবে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেইনি।তবে মনে হয় নিলামই হবে। বিদেশি প্লেয়ারদের ব্যাপারে এক দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবো।’

টুর্নামেন্ট ভারসাম্যপূর্ণ এবং জমজমাট হওয়ার বিষয়ে পাপন বলেন, ‘আমরা পাঁচটা টিম নিয়ে টুর্নামেন্টটা করতে ইচ্ছুক। পাঁচটা টিম হলে লোকাল পঁচাত্তরটা খেলোয়াড় হলে ঠিক আছে। ওই ধরণের একটা টুর্নামেন্ট করতে পারবো। আমাদের ইচ্ছেটা হচ্ছে মাঝে মধ্যে এমন হয়, দুইটা টিম বেশি ভালো হয়ে যায়, বাকিরা দুর্বল। এটা ভারসম্যপূর্ণ কী করে করা যায় সেই চেষ্টা হবে।’

আগামী মাসের মাঝামাঝিতে আয়োজন হতে পরে এই টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট দিয়েই মাঠের ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান।

 

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »