করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মাশরাফির নানা

নিউজ ডেস্ক »

এবার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের নড়াইল-২ আসনের এমপি ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ আহম্মদ।

তার পরিবার ঢাকায় থাকলেও তিনি মানবতার কল্যাণে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাঃ মাসুদ আহমেদের করোনা পজিটিভ রিপোর্ট আজ ১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে বলে দ্যা বিজনেস স্টান্ডার্ডকে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

করোনা ভাইরাস পজিটিভ হওয়া অধ্যাপক মাসুদ আহমেদ হলেন মাশরাফির নানীর খালাত ভাই। মাশরাফির আপন নানা নানী আগেই পরলোক গমন করেছেন। বর্তমানে অধ্যাপক মাসুদ আহমেদই মাশরাফির নানার অভাব পূরণ করে চলেছেন এবং ছোট বেলা থেকেই তার সঙ্গ পেয়েছেন মাশরাফি।

মাশরাফি জানান, ‘আমার নানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখন সুস্থ আছেন, গায়ে জ্বর নেই।’

উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই মাশরাফি এই ভাইরাসের কবল থেকে নড়াইলবাসী সহ দেশবাসীর সুরক্ষায় নানাবিধ কাজ করে যাচ্ছেন।তাঁর এলাকা নড়াইলে ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা চালু করেছেন। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বিশাল অঙ্কের অনুদান দিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »