করোনা পরবর্তী সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিক ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। বৃষ্টিবাধায় পন্ড হয় ৪র্থ দিনের খেলা। শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৮ উইকেট অপরদিকে উইন্ডিজের প্রয়োজন পাহাড়সম ৩৯৪ রান। শেষ দিনে তিন বার বৃষ্টি বাধায় পড়লেও গুড়িয়ে দেয় উইন্ডিজের ইনিংস।

সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতার পরেও ওলি পোপের দায়িত্বশীল ব্যাটিং আর ব্রডের ঝড়ো ইনিংসে ৩৬৯ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ওলি পোপ ৯১ ও ব্রড ৪৫ বলে খেলেন ৬২ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। অধিনায়ক হোল্ডারের ৪৬ ও উইকেটরক্ষক ডরিচের ৩৭ রানে ভর করে মাত্র ১৯৭ রানেই গুড়িয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ব্রডের শিকার ৬ উইকেট। ফলোয়ান লজ্জা থেকে বাঁচিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২২৬ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৪০০ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ হতেই ৬ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় উইন্ডিজ।

ম্যাচে চালকের আসনে যখন ইংল্যান্ড তখনি চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় কিছুটা স্বস্তিতে উইন্ডিজ।  পঞ্চম দিনে বৃষ্টি বাধা দিলেও উইন্ডিজ ব্যাটসম্যানদের রান তুলার তাড়াহুড়োর ফায়দা লুটিয়ে একের পর উইকেট নিতে থাকে ব্রড-ওকসরা। মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ওকস নেন ৫ উইকেট।

সপ্তম খেলোয়াড় হিসেবে স্টুয়ার্ট ব্রড নাম লেখান ৫০০ উইকেটের ক্লাবে। প্রথম টেস্টে বাদ পড়লেও বাকি দুই টেস্টে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে তুলে নিয়েছেন ১৬ উইকেট।

করোনার প্রকোপে প্রায় ১১৭ দিন বন্ধ থাকার পর ইংল্যান্ড-উইন্ডিজের মধ্যকার তিন টেস্টের মধ্যে দিয়ে শুরু হওয়া সিরিজ ২-১ এ জিতে নিলো ইংল্যান্ড।প্রথম টেস্টে হারের পর ব্রড-স্টোকসের দূর্দান্ত পার্ফরমেন্সে সিরিজ নিজেদের করে নিলো স্বাগতিকরা।

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »