করোনা নিয়েও খেলা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একসময় করোনা ভাইরাস রীতিমতো আতঙ্কের মত ছিলো। যে কারণে ক্রীড়াঙ্গনেও খেলাধুলার ব্যাপারে কঠোর শিথীলতা আরোপ করা হয়েছিলো। তবে এবার বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে আইসিসি।

একই পথে হাঁটছে করোনাভাইরাসের ব্যাপারে কঠোর নিয়মে থাকা অস্ট্রেলিয়া। তারাও করোনা ভাইরাসের বিধিনিষেধের ব্যাপারে কঠোর আরোপতা কমিয়ে এনেছে। তাতে কোভিড পজিটিভ হওয়া খেলোয়াড়রাও বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন।

এমনই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার, এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা নিঃসন্দেহে ক্রিকেটারদের জন্য ভালো খবর। কেননা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কঠোর নিয়ম মেনে খেলতে হয়েছে ক্রিকেটারদের।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে প্রতি ম্যাচের আগে কোভিড পরীক্ষা করানোর সঙ্গে পুরো দলকেও জৈব সুরক্ষা বলয় মেনে চলতে হয়েছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অবশ্য এসবের কিছুই রাখছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি জানায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটারদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। কোনো ক্রিকেটারের মাঝে উপসর্গ দেখা দিলেই কেবল তার কোভিড পরীক্ষা করানো হবে। তবে তাকে দলের বাকিদের থেকে দূরে সরিয়ে রাখতে ঘবে।

দলগুলো চাইলে কোভিড আক্রান্ত ক্রিকেটারদের খেলাতেও পারবে। সেক্ষেত্রে দলের চিকিৎসকের পরামর্শ মেনে মাঠে নামতে হবে। সুবিধা হচ্ছে, কোভিড পজিটিভ ক্রিকেটারের বদলিও নিতে পারবে তারা। তবে সেই ক্রিকেটার কোভিড নেগেটিভ হলে পুনরায় বিশ্বকাপ খেলতে পারবেন।

উল্লেখা, কোভিড নিয়েও ইতিমধ্যে ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ারই একজন নারী ক্রিকেটার। ২০২২ কমনওয়েলথ গেমসের ফাইনালে কোভিড নিয়ে খেলেছিলেন তাহলিয়া ম্যাকগ্রা। পুরো ম্যাচে ২ ওভার বোলিং করার পাশাপাশি শেফালি ভার্মার ক্যাচও নিয়েছিলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »