সাকিব শাওন »
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবসময় দুশ্চিন্তার খোরাক হয়ে থাকে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। ক্রিকেট বিশ্বের শক্তিধর এই দলটির খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সবসময়ই গড়িমসি করতে দেখা যায়। এজন্য এবার পিসিবি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে একটু বেশিই নজর দিচ্ছে। আর তাঁরই অংশ হিসেবে বর্তমানে করোনা ভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন সময়েও ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অন্য সময়ের মতো এই মুহুর্তে সকল ক্রিকেটারদের একত্রিত হয়ে ফিটনেস টেস্ট দেওয়ার কোন অপশন নেই। তবে ঘরে বসেই যেনো ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিতে পারেন সে উপায় বলে দিয়েছে পিসিবি। খেলোয়াড়দের ইচ্ছা-অনিচ্ছার বিষয় এখানে নেই, সবাইকে এ টেস্ট দিতে হবে। এই টেস্ট হওয়ার কথা ছিলো গত মাসের ২৩ ও ২৪ তারিখে। করোনা ভাইরাসের কারণে সেটি সম্ভব হয় নি, তারিখ পিঁছিয়ে এ মাসের ২০ ও ২১ তারিখ সেই ফিটনেস টেস্টই নেওয়া হবে তবে ভিন্ন আঙ্গিকে।
ঘরে বসেই ফিটনেস টেস্ট দিতে প্রথমে ক্রিকেটারদেরকে এক মিনিটে সম্পূর্ণ করতে হবে ৬০টি পুশআপ। একইভাবে এক মিনিটে দিতে হবে ৫০টি সিটআপ। এছাড়া একবারেই সফল হতে দিতে হবে ১০টি চিনআপ, এছাড়া আড়াই মিটার স্ট্যান্ডিং ব্রড জাম্প দিতে হবে, সেই ভিডিও সংগ্রহ করে পাঠাতে হবে পিসিবির কাছে। সে ভিডিও দেখেই প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক এবং ট্রেনার ইয়াসির মালিক ঠিক করবেন খেলোয়াড়দের বর্তমান ফিটনেস অবস্থা।