করোনার কারণে ফুটবলে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন স্থবির। বন্ধ সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা। ফুটবলের ক্ষেত্রেও একি। মার্চে ফুটবলের সব জনপ্রিয় লিগ গুলো বন্ধ করে দেয়া হয়েছে। সাথে এক বছর করে পেছনে হয়েছে ইউরো চ্যাম্পিয়নশীপ ও কোপা আমেরিকা।

বন্ধ লীগগুলো আবার পুনরায় শুরু করা যাবে কিনা, কিংবা করলে কখন করবে, কীভাবে সব হবে এসব নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা৷ এর মধ্যে লীগগুলো শেষ করতে গিয়ে  দলগুলো খেলোয়াড় জটিলতায় যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে একটি নিয়ম পরিবির্তন করার প্রস্তাব দিয়েছে ফিফা।

এই প্রস্তাবটি পেশ করে হয়েছে ফিফার গভর্নিং বডি  থেকে। প্রস্তাবে বলা হয়েছে,  প্রতিটি  ম্যাচে খেলোয়াড় পরিবর্তন ৩ জনের বদলে সেটি বাড়িয়ে  যেন ৫ জনে নিয়ে যাওয়া হয়।  এটি শুধুমাত্র এই মৌসুমের জন্য।  এই মৌসুম শেষ হলে তা আবার আগের নিয়মে ফিরে যাবে।

ফিফা থেকে বলা হয়েছে এই নিয়ম শুধু করোনা ভাইরাসে লীগগুলো তাড়াতাড়ি শেষ করা যায় এই জন্য।  ক্লাবগুলো যাতে নিজেদের এই পরিস্থিতিতে খাপ খাওয়তে পারে তাই এই ৩ জন খেলোয়াড়  পরিবর্তন থেকে ৫ জনে নিয়ে যাওয়া।

তবে ফিফার এই প্রস্তাব এখনি কার্যকর হচ্ছেনা। তাদের আরেকটি স্বাধীন সংস্থা আছে। সেটি  হল আইএফএবি। তাদের পক্ষ থেকে অনুমোদন আসতে হবে। তার পরেই তা মাঠে প্রয়োগ করা যাবে।

বাংলাদেশ সময়ঃ ৫.২০পিএম

নিউজক্রিকেট২৪/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »