করোনামুক্ত হলেন আবু জায়েদ রাহি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ জন ক্রিকেটারকে করোনা পরীক্ষা করিয়েছিলো। সে পরীক্ষা করোনা পোজিটিভ আসে পেসার আবু জায়েদ রাহির। তিবে তিনি এবার নেগেটিভ এসেছেন। অর্থাথ তিনি এখন করোনা মুক্ত।

রাহির করোনামুক্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে রাহির ফেসবুক ফ্যান পেজ থেকে। সেখানে একটি ছবি পোস্ট করে। সেখানে লেখা থাকে, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে রাহি কভিড ১৯ পরীক্ষায় নেগেটিভ এসেছে! ধন্যবাদ সবাইকে যারা তাঁর জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন। জাজাক আল্লাহু খাইরান।’

এর আগে রাহী ঢাকার বাইরে থেকে এসে আইসোলেশনে থাকেন। তিনি এতদিন আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছে। এই নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন। সে এখন বিসিবির গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে চিকিৎসা নেবেন। পরবর্তীতে তাকে আবারও টেস্ট করানো হবে।’

উল্লেখ্য, রাহি ছাড়াও ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার নিক লি করোনা পোজিটিভ ছিলেন। তারা সুস্থ হয়েছে। এখন জাতীয় দলের সবাই সুস্থ আছেন। তারা ৩ দিনের বিরতি শেষে জৈব-সুরক্ষা বলয়ে আবার প্রবেশ করেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »