মারুফ ইসলাম ইফতি »
চীনে উৎপত্তি হওয়া মরনব্যাধী করোনাভাইরাস চীন থেকে মহামারি আকার ধারন করেছে বিশ্বব্যাপী।
সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী এই রোগ ইতিমধ্যে কেড়ে নিয়েছে প্রায় ৩ হাজার লোকের প্রান।এছাড়াও এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে।সর্বশেষ তথ্যানুযায়ী এই মুহুর্তে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজারের বেশি।
মহামারি আকার ধারন করা এই রোগের আতঙ্কের প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও।এবার করোনাভাইরাস আতঙ্কের জন্য এশিয়া কাপের বাছাই পর্বের জন্য হতে যাওয়া টুর্নামেন্ট থেকে সহযোগী দেশগুলো হতে তিনটি দল ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে।নাম প্রত্যাহার করে নেওয়া এশিয়ার তিন সহযোগী দেশ গুলো হলো চীন,ভুটান ও মায়ানমার।
এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরে।বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা আফগানিস্তান ছাড়াও বাছাই পর্বে নিজেদের মধ্যে অংশ নেওয়া সহযোগী দেশ গুলোর মধ্যে আয়োজিত বাছাই পর্বের উদ্দেশ্যে আয়োজিত টুর্নামেন্টের প্রথম দুটি দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে এশিয়া কাপের মূল মঞ্চে জায়গা করার জন্য।
বাছাই পর্বের জন্য ২০২০ ক্রিকেট কাউন্সিল ইস্টার্ন রিজিওনাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল এশিয়ার সহযোগী দেশ গুলোর।কিন্তু চীন,ভুটান ও মায়ানমার এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাছাই পর্ব টপকে আরব আমিরাতের প্রতিপক্ষ হতে এবং মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বাছাই পর্বের জন্য টুর্নামেন্টে এখন লড়বে থাইল্যান্ড, নেপাল,হংকং,মালয়েশিয়া ও সিঙ্গাপুর।