শোয়েব আক্তার »
প্রায় দশ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করেছে দশ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শ্রীলঙ্কা।
করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে-ই সর্বমোট তেরো উইকেটের পতন ঘটে গেছে।যার মধ্যে অল আউট হয়েছে পাকিস্তান এবং প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা’র তিনটি উইকেটের পতন ঘটেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ষষ্ঠ ওভারের প্রথম বলে বিশ্ব ফার্নেন্দ’র বলে মাত্র ৫ রান করে বোল্ড হয়ে যান শান মাসুদ। এক বল পর অধিনায়ক আজহার আলী কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
তৃতীয় উইকেট জুটিতে আবিদ আলী ও বাবর আজম ৫৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ব্যক্তিগত ৩৮ রানে লাহিরু কুমারার বলে আবিদ আলী এলবি ডব্লিউ হয়ে আউট হয়ে গেলে এ জুটি ভাঙ্গে।
তবে, উইকেটের অন্যপ্রান্তে দ্বায়িত্বশীল ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের ১৩তম অর্ধ-শতক তুলে নেন বাবর আজম। এসময় আসাদ শফিকের সাথে ৬২ রানের ইনিংস সেরা জুটি গড়েন বাবর। ব্যক্তিগত ৬০ রানে এমবুলডেনিয়া’র বলে ডিকওয়াল্লা’র স্ট্যাম্পিং এর শিকার হন বাবর আজম।
বাবর আজম আউট হয়ে গেলে হারিস সোহেলের সাথে জুটি গড়েন আসাদ শফিক। দুজনের ৪০ রানের জুটি গড়ার পথে আসাদ শফিক তুলে নেন ক্যারিয়ারের ২৫ তম অর্ধ-শতক।
লাহিরু কুমারার বলে আসাদ শফিক ব্যক্তিগত ৬২ রানে আউট হয়ে গেলে পাকিস্তানের আর কোন ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেন নি।
হারিস সোহেল-৯, মোহাম্মদ রিজওয়ান-৪, ইয়াসির আলী-০, মোহাম্মদ আব্বাস-০ ও শাহীন শাহ আফ্রিদি-৫ রানে আউট হয়ে গেলে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা ৪ টি, এমবুলডেনিয়া ৪ টি ও বিশ্ব ফার্নেন্দ ২ টি উইকেট লাভ করেন।
১৯১ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬৩ রান তুলতেই তিন উইকেট নেই শ্রীলঙ্কার।
পাকিস্তানের পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন শাহীন শাহ আফ্রিদি। বিশ্ব ফার্নেন্দ কে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ রেজওয়ানের ক্যাচে পরিণত করে আউট করেন।
ইনিংসের ১৩ তম ওভারের প্রথম বলে এবং ১৭ তম ওভারের দ্বিতীয় বলে যথাক্রমে দিমুথ করুণারাত্নে (২৫) ও কুশাল মেন্ডিস (১৩) কে আউট করেন আব্বাস আলী।
শেষ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথিউজ-৮ ও এমবুলডেনিয়া-৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
সাত উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:(প্রথম দিন)
পাকিস্তান:১৯১/১০(৫৯.৩)
আসাদ শফিক-৬৩(১২৬), বাবর আজম-৬০(৯৬)
লাহিরু কুমারা-৪৯/৪(১৮), এমবুলডেনিয়া-৭১/৪(২০.৩)
শ্রীলঙ্কা:৬৩/৩(১৯)
দিমুথ করুণারাত্নে-২৫(৪২), কুশল মেন্ডিস-১৩(২৭)
আব্বাস মাহমুদ-২১/২(৮), শাহীন শাহ আফ্রিদি-১৮/১(৬)