কমানো হচ্ছে কর্নওয়ালের ওজন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ভারতের বিপক্ষে টেস্টে উইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন আলোচিত ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। স্থুলকায় এই ক্রিকেটারের ওজন কমানোর উদ্যোগ গ্রহণ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে টেস্টে ডাক পাওয়ার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কর্নওয়াল। সাধারণত ক্রিকেটে এমন স্থুলকায় দেহের অধিকারী খেলোয়াড় দেখা যায় না। ফিটনেস নিয়ে ক্রিকেটাররা যেখানে বাড়তি সতর্ক সেখানে একটু বেশিই ওজন কর্নওয়ালের।

কর্নওয়ালের ওজন ১৪০ কেজি ছাড়িয়ে গেলেও মাঠের ক্রিকেটে নিজের সেরাটা দিয়েই খেলছেন্তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর জাতিত দলের হয়েও খেলার সুযোগ এসেছে তার। এবার তার দেহের বাড়তি ওজন কমানোর জন্য উদ্যোগ গ্রহনের কথা জানালেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান রিকি স্কেটিট।

স্কেটিট বলেন, ‘কন্ডিশনিং ও স্ট্রেন্থ ট্রেনারের অধীনে রয়েছে সে (কর্নওয়াল)। আমাদের পরিকল্পনা মাফিক তার ওজন ধীরে ধীরে কমছে। তার ফিটনেসেরও উন্নতি ঘটানো হচ্ছে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে কর্নওয়ালের অভিষেক হলে তিনিই হবেন ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »