নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তামিম ইকবাল খান–আয়েশা ইকবাল খান–আরহাম ইকবাল খান–আলিশবা ইকবাল খান! __ হ্যাঁ, লেখাটা সঠিক। শেষের নামটা কোন রকম ভুল বশত যোগ করি নি। আজই আলিশা ইকবাল নামটা খান পরিবারে যুক্ত হয়েছে। তামিম ইকবাল ও আয়েশা ইকবালের কোল আলো করে আজই জন্মগ্রহণ করছে তাদের কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে, ‘আলিশবা ইকবাল খান’।
ব্যাংককের ‘বুমরুঙ্গার্ড ইন্টারন্যাশনাল হসপিটাল’এ আজ (১৯ নভেম্বর) সকালেই আয়েশার কোলে উজ্জ্বল এসেছে তামিম পুত্রি। কন্যা আলিশবা ইকবাল পৃথিবীর আলো দেখার পরপরই তামিম নিজের ভেরিফাই ফেসবুক পেইজ এবং ইনস্টা থেকে একটি ছবি আপলোড করে দেশবাসীকে এ বিষয়টি সম্পর্কে অবগত করেন। ছবিটি বুমরুঙ্গার্ড ইন্টারন্যাশনাল হসপিটালের একটি ছোট্ট কার্ডের। সেই কার্ডে লেখা, ‘Hello, I’m a Girl.. Miss Alishba Iqbal khan’
তামিম ও আয়েশার প্রথম সন্তানের নাম আরহাম ইকবাল অর্থাৎ প্রথমে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তারা। এবার তাদের কোল জুড়ে আসা পৃথিবীর আলো দেখা শিশুটি ফুটফুটে কন্যা সন্তান। যার নাম আলিশবা ইকবাল খান। প্রথম সন্তান পুত্র আরহাম ইকবাল, দ্বিতীয় সন্তান কন্যা আলিশবা ইকবাল। এতে পুত্র কিংবা কন্যা, কোনটারই অভাব থাকলো না তামিম ইকবাল ও আয়েশা ইকবালের।
এই সন্তানের জন্মগ্রহণ করার আগে থেকেই ঠিকঠাক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তামিম। এমনকি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে ছুটিও নিয়েছিলেন তিনি। প্রথমে শুধু মাত্র ২য় টেস্ট থেকে ছুটি নেওয়ায় কথা থাকলেও, ধারণার চেয়ে বেশি সময় স্ত্রী আয়েশাকে হাসপাতালে থাকতে হবে জেনে পুরো সিরিজ থেকে নাম প্রত্যাহার করতে হয় তামিমকে। স্ত্রীর এমন ক্রিটিকেল সিচুয়েশনে স্বামীর পাশে থাকাটা অত্যন্ত জরুরী। তামিমও তার স্বামীর দায়িত্বটা সফলভাবেই পালন করেছেন।
তামিম ইকবাল খান ও আয়েশা ইকবাল খানের আদর্শে বড় হয়ে খান পরিবারের মুখ উজ্জ্বল করুক আলিশবা ইকবাল খান_ এটাই চাওয়া ভক্ত-সমর্থকদের। ছোট্ট আলিশবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।