https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্যাম্পে মাশরাফি থাকছেন না এমন খবর শোনা গেলেও মাশরাফিকে সহ ৩৫ জনের স্কোয়াড ঘোষণা করছে বিসিবি।
এই ক্যাম্পে মূলত থাকছেন ক্রিকেটারদের ফিটনেস নিয়েই কাজ করবেন ফিজিও মারিও ভিল্লাভারায়নের অধীনে কাজ কবেন ক্রিকেটাররা। যেখানে তরুণ মুখেরও উপস্থিতি রয়েছে। আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান কিংবা তরুণ নাজমুল হাসান শান্তরা তো আছেনই। অনশ্য শ্রীলঙ্কা ইমার্জিং দলেরবিপক্ষে সিরিজ থাকায় বেশ কয়েকজন অনুপস্থিত থাকতেপারেন ক্যাম্পে।
এদিকে মাশরাফি বিন মুর্তজা ৩৫ সদস্যের একজন হলেও ইনজুরি নিয়ে এই ক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে তার।
এক নজরে ৩৫ সদস্যের স্কোয়াড
লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, সাকিব আল হসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, রুবেল হুসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, ইয়াসির আলি, আরিফুল হক, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, নাইম হাসান, নাইম শেখ, সাইফ হাসান, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, ইয়াসির আরাফাত মিশু এবং আমিনুল ইসলাম বিপ্লব।