নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলা প্রবাদে একটা কথা রয়েছে ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’ যা চির সত্য। ক্রিকেটারদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এই যেমন বলা যায় মার্নাস ল্যাবুশেনের কথা। তার যে এখন সফলতা যার সবটুকুই কঠোর পরিশ্রমের ফল মনে করেন তাঁর স্বদেশী কিংবদন্তী অ্যাডাম গিলক্রিস্ট।
২০১৮ সালের অভিষেকটা স্মরণীয় হয়নি ল্যাবুশেনের। যে কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৯ অ্যাশেজ সিরিজে স্টিভেন স্মিথের ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমেছিলেন ল্যাবুশেন। সেই থেকে যেন আর থামছেই না তিনি।
সিডনিতে দুই ইনিংসে ৯১ ও ৭৩ রান করেছিলেন ল্যাবুশেন। সেঞ্চুরি করতে পারছিলেন না কাছে যেয়েও। অবশেষে গ্যাবায় এসে দেখা পেয়েছেন সিরিজের প্রথম ও নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
ফিল্ডারদের ক্যাচ ফেলে দেয়াকেও ল্যাবুশেনের পরিশ্রমের ফসল হিসেবেই দেখছেন গিলক্রিস্ট। এই প্রসঙ্গে তিনি বলেন,”এটি মজার ব্যাপার। তবে আপনি কঠোর পরিশ্রম করলে ভাগ্য আপনার পাশে অবশ্যই থাকবে।”
ক্যারিয়ারে ২৯ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন ল্যাবুশেন। করেছেন ৬০.৪১ গড়ে ১৭৫২ রান। তাঁর প্রতিনিয়ত এই উন্নতিকেও কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ান সাবেক উইকেটরক্ষক।
গিলক্রিস্ট আরো বলেন,”লাভুশেইন এমন একজন প্লেয়ার যে প্রতিনিয়ত উন্নতি করছে। সে এখনও শিখছে, সে সম্পর্কে কোনও সন্দেহ নেই। কাজেই সে যেসব সুযোগগুলি পায়, সেগুলি কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রন করার চেষ্টা করে। সে রেগুলার ভালো খেলছে। এটা তার কঠোর পরিশ্রমের ফল।”
ল্যাবুশেন তাঁর ক্যারিয়ারের ১৭ ম্যাচেই নামের পাশে যোগ করেছেন ১০ টি হাফ সেঞ্চুরি ও ৪ টি সেঞ্চুরি। একটি দ্বিশতকও রয়েছে তাঁর ঝুলিতে। এখন পর্যন্ত ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৫ রান করেছেন তিনি।