https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসর শুরু হবার আগে হুট করেই আফগানিস্তান দলের অধিনায়ক করা হয় গুলবদিন নাইবকে। আজগর আফগানকে অধিনায়কের পদ থেকে বিশ্বকাপের আগ মুহূর্তে সরিয়ে দেয়ায় সমালোচনার মুখেও পড়ে আফগান ক্রিকেট বোর্ড।
ওয়ানডে ফরম্যাটে নাইবকে অধিনায়ক বানানোর পাশাপাশি টেস্ট ও টি-২০ অধিনায়ক করা হয়েছিল বিশ্বকাপের আগে। এবার ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক করা হল রশিদ খানকে। ফলে সব ফরম্যাটেই আফগানদের বর্তমান অধিনায়ক রশিদ খান।
এবারই অবশ্য প্রথমবার অধিনায়ক করা হয়নি রশিদকে। এর আগেও রশিদ খানের নেতৃত্বে চারটি ওয়ানডে খেলে একটিতে জয় পেয়েছিল আফগানরা। বিশ্বকাপে নিজেদের ভরাডুবির পর তাই ঘুরেফিরে আবারও রশিদ খানকেই বেছে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে রশিদ খানের নেতৃত্বেই ঢাকায় পা রাকবে আফগান দলের ক্রিকেটাররা।