নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধীরে ধীরে শুরু করেন তামিম ইকবাল এবং তরুণ মোহাম্মদ নাইম। শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তামিম ইকবাল। তাই প্রথম পাওয়ার প্লেতে কোন উইকেট না হারালেও রান রেট ৬ পেরোতে পারেনি। ৬ ওভারে বাংলাদেশ দলের রান মাত্র ৩৫।
দলীয় ৫০ রান স্পর্শ করে ৭ ওভার৪ বলে৷ অপর দিকে উইকেটের দেখা না পেলেও চেপে ধরেছিলেন বাংলাদেশের দুই ওপেনারকে৷ দেখেশুনে খেলেও শেষ রক্ষা হলোনা৷ ৭১ রানের মাথায় হ্যারিস রউফের দুর্দান্ত থ্রোতে রান আউটের শিকার হয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ৷ ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে যখন ভয়ংকর হয়ে ওঠার আভাস দিচ্ছিলেন তখনই রানআউট হয়ে যান তামিম ইকবাল।
৯৮ রানে আবারও রান আউটের শিকার হয়ে ফিরে যান লিটন দাস। নিজের বলে দৌড়ে গিয়ে স্লাইড দিয়ে বল ধরে থ্রো করে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প উপড়ে ফেলেন শাদাব খান৷
লিটন দাস ফিরে যাওয়ার পরের বলেই শাদাব খানের বলে তুলে মারতে গিয়ে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ৪১ বলে ৪৩ রান করে ফিরে যান মোহাম্মদ নাইম।
এরপর আফিফ হোসানকে সাথে নিয়ে খেলতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলীয় ১১৯ রানে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে ফিরে যান আফিফ।
এরপর ১৯তম ওভারে সৌম সরকারও বোল্ড হয়ে ফিরে যান শাহীন শাহ আফ্রিদির বলে। ৫ বলে মাত্র ৭ রান করেন তিনি। শেষ ওভারে ২টি চারের সাহায্যে ১৩ রানের সুবাদে দলীয় ১৪০ রান পার করে বাংলাদেশ।
২০ ওভার শেষে ১৪১ রান করেন ৫উইকেটের বিনিময়ে।