কক্সবাজারে বিজয়ের সেঞ্চুরির মহড়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আনামুল হক বিজয় যিনি গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারও নিজের পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে। এনসিএলের তৃতীয় রাউন্ডে এসে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন আনামুল হক বিজয়। কক্সবাজারে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি উৎসবে মেতেছেন বিজয়।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭১ রান তোলে খুলনা। যেখানে আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ১২৬ রান। ৩৭১ রানের পরিপেক্ষিতে ঢাকা ব্যাট করতে নেমে সাইফ,রাকিবুল,রনি ও জয়রাজের ফিফটিতে ৩১৬ রান তোলে। আব্দুর রাজ্জাক নেন তিন উইকেট আর মেহেদী নেন চারটি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বিজয়ের ব্যাটে রানের ফোয়ারা বইছে। গতকাল ২ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শেষ করে খুলনা। ৬৬ রানে অপরাজিত ছিলেন আনামুল হক বিজয়। ২ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করলে বেশি দুর যেতে পারেনি তুষার ইমরান। তুষার ইমরান ফিরে গেলেও শতক তুলতে ভুল করেননি আনামুল বিজয়।

আজকের সকালের শুরু থেকেই সাবধানী শুরু করেন বিজয়। ২০১ বলে সেঞ্চুরি তুলে নেন আনামুল হক বিজয়। যা কি না প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ২০ তম সেঞ্চুরি। ২০৯ বলে ১২৯ রান করে লাঞ্চ বিরতিতে যান আনামুল। তাকে সঙ্গ দিচ্ছেন ৫২ রান করা নুরুল হাসান সোহান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »