ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দলের অন্যতম দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের। বাদবাকি তাদের সেরা ক্রিকেটাররা সবাই দলে আছেন।

কদিন আগে ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স আক্ষেপ করে বলছিলেন, ‘আমার মনে হয় না, দেশের হয়ে খেলতে বলার জন্য লোকের দুয়ারে গিয়ে আমার হাত পাতা উচিত।’

প্রধান কোচের এমন কথার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল-নারিনদের খেলতে না দেখার শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেটাই এবার সত্য হয়ে দেখা দিলো।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার রেইমন রেইফার এবং লেগ স্পিন অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহ।

সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছিলেন রাসেল। নারিন খেলেছিলেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। তারপর আর মাঠে দেখা যায়নি।

দলে ফিরেছেন এভিন লুইস। আরেক ওপেনার জনসন চার্লসকেও ফিরিয়েছে দলটি। সর্বশেষ ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ডানহাতি এই ওপেনার।

বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, রেইমন রেইফার এবং ওডেন স্মিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »