নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্লগ ওভারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্যাটারের শক্তিমত্তা বুঝে বোলিং করতে পারেন আর্শদীপ সিং। তাছাড়া লাইন-লেন্থেও বেশ মনযোগী তিনি। আর্শদিপের এমন পারফরম্যান্সে মুগ্ধ রাজকুমার শর্মা। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই কোচ মনে করেন, অনেকটাই ওয়াসিম আকরামের মতো বোলার আর্শদীপ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বড় আসরেও নিয়মিত পারফর্মার তিনি। আইপিএলে এখনও পর্যন্ত ৩৭ ম্যাচ খেলে ৪০ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
রাজকুমার বলেন,”আর্শদীপের বোলিং দেখে আমার মনে হচ্ছে, ওয়াসিম আকরামকে খুব ভালোভাবে সে অনুসরণ করছে। কারণ ব্যাটার থেকে আড়াল করতে দৌড়ানোর সময় সে ডান হাতে বল ধরেছিল। এটা দেখে ভালো লাগছে যে, সে একজন চিন্তাশীল ক্রিকেটার। সে এখনও অনেক কম বয়সী এবং তাকে অনেক কিছু শিখতে হবে। তবে সে খুব প্রতিশ্রুতিশীল এবং খুব বুদ্ধিমান ক্রিকেটার।”
ভারতের জার্সিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আর্শদীপের। যেখানে ওভার প্রতি ৫.৬০ রান করে খরচ করেছেন এই তরুণ পেসার। তার এমন পারফরম্যান্সই বলে দেয় ভবিষ্যতে ভারতের জার্সিতে নিয়মিত হয়ে উঠবেন তিনি।
রাজকুমার বলেন,”যখনই তাকে সুযোগ দেয়া হয়েছে সে ভালো পারফর্ম করেছে। যদিও গত কয়েক ম্যাচে সে একাদশে ছিল না। আমি মনে করি, নেটে সে কঠোর পরিশ্রম করছে। ইয়র্কার বোলিং করা কখনই সহজ নয়, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। সে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত।”