ওয়ার্নের পর হান্ড্রেড বলের ক্রিকেটে কোচ হলেন কারস্টেন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেটে কোচ হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। এবার ওয়ার্নের পর আরও একটি ফ্র্যাঞ্চাইজির কোচ হলেন গ্যারি কারস্টেন।

ক্রিকেটে নতুন ফরম্যাট ১০০ বলের ক্রিকেটকে বেশ কিছুদিন আগেই অনুমোদন দিয়েছে আইসিসি। যেখানে প্রতি ইনিংসে প্রতিটি দল খেলবে ১০০টি করে বল। অনুমোদন পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে এই ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এদিকে সম্প্রতি ভারতের কোচ হবার জন্য আবেদন করেছিলেন গ্যরাই কারস্টেন। কিন্তু সেখানে সংক্ষিপ্ত তালিকায় কারস্টেনকে বাদ দিয়েছে বিসিসিআই। ফলে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্টে ডারহাম হিটের সঙ্গে কোচ হিসেবে চুক্তি করার পর এবার হান্ড্রেড বল টুর্নামেন্টেও কার্ডিফের ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করেছেন তিনি।

কার্ডিফভিত্তিক ওই ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি শেষে কারস্টেন ইএসপিএনকে বলেন, ‘ইংল্যান্ড এং ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন কোচ হিসেবে যুক্ত হতে পারাটা আমার জন্য অবশ্যই আলাদা কিছু। আমি এর আগে এটা চিন্তাই করতে পারিনি। কার্ডিফের সাথে কোচ হিসেবে কাজ করতে পারাটা অবশ্যই সোউভাগ্যের বিষয়।’

এই ফরম্যাটের ভবিষ্যৎ বলতে গিয়ে তিনি জানান, ‘এটি (দ্য হান্ড্রেড) একতি নতুন ফরম্যাট। দিনকে দিন এটা উন্নত হবে বলেই আমি বিশ্বাস করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »