মারুফ ইসলাম ইফতি »
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ভারতের মুখামুখি হয়েছে অস্ট্রেলিয়া।সিরিজের প্রথম ওয়ানডেতে দুই অজি ওপেনার অ্যারন ফ্রিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে স্বাগতিক ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে অজিরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা।স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই মিচেল স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন রোহিত শর্মা।এরপর তিনে ব্যাট করতে নেমে শিখর দাওয়ানের সাথে ১২১ রানের দুর্দান্ত জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন লুকেশ রাহুল।দলীয় ১৩৪ রানের মাথায় নিজের ব্যক্তিগত ৪৭ রানের মাথায় রাহুল ফিরে গেলে আবারো বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। রাহুলের বিদায়ের পর মাত্র ৩০ রান স্কোরবোর্ডে জমা করতেই একে একে প্যাভিলিয়নের পথ ধরতে থাকেন শেখর দাওয়ান (৭৪) বিরাট কোহলী (১৬) সুরেশ আইয়ার (৪)।মিডল অর্ডারের ব্যর্থতার দিনে শেষ দিকে রবিন্দ্র জাদেজার ২৫ রিসাব পান্টের ২৮ ও কুলদিপ জাদবের ১৭ রানের উপর ভর করে অজিদের বিপক্ষে ২৫৫ রানে অলআউট হয়ে ইনিংসের ইতি টানে স্বাগতিকরা।অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি, পেট কামিন্স ও কেইন রিচার্ডসন দুটি করে উইকেট লাভ করেন।
২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের শুরু থেকে পাত্তাই দেয়নি অজি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফ্রিঞ্চ।ভারতের বোলিং লাইনআপকে সমান তালে তুলোধোনা করে পাল্লা দিয়ে রান তুলতে থাকে দুজনেই।ভারতীয় বোলারদের উপর শুরু থেকে চওড়া হয়ে খেলতে থাকা দুজনেই তুলে নেন শতক।পুরো ইনিংসে অজি দুই ওপেনারকে বল করেও উইকেট লুফে নিতে ব্যর্থ ছিল ভারতীয় বোলাররা।১১২ বলে ১৭ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে ১২৮* রানের ইনিংস নিয়ে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার আর ১১৪ বলে ১৩ চার এবং ২ ছয়ে ১১০* রানের হার না মানা ইনিংস খেলেন অজি অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। শেষ পর্যন্ত ৭৪ বল এবং ১০ উইকেট হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ওয়ার্নার-ফ্রিঞ্চ।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে লিড নিয়ে রাখলো সফরকারী অস্ট্রেলিয়া।সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামী শুক্রবার রাজকোটে মুখামুখি হবে দুদল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৫৫-১০ (৪৯.১ ওভার)
ধাওয়ান: ৭৪ রাহুল: ৪৭
মিচেল স্টার্ক: ১০-০-৫৬-৩
অস্ট্রেলিয়া: ২৫৮-০ (৩৭.৪ ওভার)
ওয়ার্নার: ১২৮* ফ্রিঞ্চ: ১১০*
ফলাফলঃ অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার।