ওয়ার্নারের ব্যাটিং দাপটে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ার্নারের ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রেলিয়া সহজ জয়। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন ডেবিড ওয়ার্না’র। সাথে সিরিজ শেষে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ অ্যাওয়ার্ড ও পেয়েছেন তিনি। ক্রিকেটে এমন নজির আগে কখনো ঘটেনি।

বাজে ভাবে কাটলো অস্ট্রেলিয়া সফরটি কাটলো শ্রীলঙ্কার। একটি জয় ও হয়নি তাদের, তিন ম্যাচে তিন জয় পায় অস্ট্রেলিয়া। লংকার হয়ে কেউ ভালো পারফরম্যান্স করতে পারেনি। ব্যাটিং ও বোলিং দু বিভাগেই ব্যর্থ ছিলো লংকারা। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজি কাপ্তান ফিঞ্চ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় লংকারা। ইনিংস শুরুর ষষ্ট বলে স্টার্কের বলে ০ রানে আউট হয়ে ফিরে যান ওপেনার ডিকওয়েলা।তার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা’কে ছাড়া কেউ সুবিধা করতে পারে নি। পেরেরা সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। তাকে ছাড়া কেউ বড় রানের ইনিংস খেলতে পারেনি। যার ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান স্কোরকার্ডে জমা করে লংকারা। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, কেন রিচার্ডসন ও মিচেল স্টার্ক।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। আজ ও ব্যাট হাতে জ্বলে উঠলেন ওপেনার ডেবিড ওয়ার্নার। ৫০ বলে ৪ চারে ও ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-

শ্রীলঙ্কা- ১৪২/৬(২০)
অস্ট্রেলিয়া- ১৪৫/৩(১৭.৪)

ফলাফল অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী, ম্যাচ সেরা ও সিরিজ সেরা ডেবিড ওয়ার্নার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »