ওয়ান‌ডে’র পর টি-টোয়েন্টিতেও ‌সি‌রিজ সেরা লিটন দাস!

শোয়েব আক্তার »

ক্যা‌রিয়া‌রের সব‌চে‌য়ে সেরা সময়টা-ই হয়‌তো পার কর‌ছেন লিটন দাস। ব্যাট হা‌তে একের পর এক দূর্দান্ত ইনিংস উপহার দি‌য়ে যা‌চ্ছেন তি‌নি। তার ফল ও হা‌তে না‌তে পা‌চ্ছেন এই ডানহা‌তি ব্যাটসম্যান। ওয়ান‌ডে’র পর এবার টি-‌টো‌য়ে‌ন্টি তে সি‌রিজ সেরার পুরুষ্কার জি‌তে‌ছেন লিটন।

দুই ম্যাচ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম্যা‌চে মাত্র ৩৯ ব‌লে ৫৯ রা‌নের বিধ্বংসী এক ইনিংস খে‌লে দ‌লের জ‌য়ে গুরুত্বপূর্ণ অবদান রা‌খেন। য‌দিও সৌম্য সরকা‌রের ৩২ ব‌লে ৬২ রা‌নের ইনিং‌সের কার‌ণে ম্যাচ সেরার পুরুষ্কার ব‌ঞ্চিত হ‌লেও দ্বিতীয় টি-২০ তে ৪৫ ব‌লে ৬০ রান ক‌রে ম্যাচ সেরার পুরুষ্কার জেতার পাশাপা‌শি সি‌রিজ সেরার পুরুষ্কারও জি‌তে নিয়ে‌ছেন এই ও‌পেনার।

‌সি‌রিজ সেরার পুরুষ্কার জি‌তে উচ্ছ‌্ব‌সিত লিটন ব‌লেন, সর্বপ্রথম ভগবান কে ধন্যবাদ জানাই। তি‌নি না চাই‌লে এরকম ইনিংস খেলা সম্ভব হ‌তো না।

মা‌ঠে এমন ঠান্ডা মাথায় ব্যা‌টিং এবং ধারাবা‌হিক ভা‌বে ভা‌লো করার রহস্য জানা‌তে গি‌য়ে লিটন ব‌লেন, ” নীল ম্যাকেঞ্জি, রা‌সেল ড‌মি‌ঙ্গো সহ কো‌চেরা সবসময় আমা‌কে স্বাভা‌বিক খেলার পরামর্শ দি‌য়ে‌ছেন। অতি‌রিক্ত বড় শর্টল খেলার প্রবণতা প‌রিহার করার কথা ব‌লে‌ছেন। তাছাড়া তা‌মিম ভাই ও মা‌ঠে সবসময় ঠান্ডা মাথায় ব্যা‌টিং করার, ইনিংস বড় করার কথা বল‌তেন। সবার সহ‌যোগীতার কার‌ণে ভা‌লো ব্যাট করা সম্ভব হ‌য়েছে। এজন্য সবাই কে ধন্যবাদ জানাই।

এর আগে সি‌লেট আন্তর্জা‌তিক ক্রি‌কেট স্টে‌ডিয়া‌মে তিন ম্যাচ ও‌ডিআই সি‌রি‌জেও তা‌মিম ইকবা‌লের সা‌থে যৌথ ভা‌বে সি‌রিজ সেরা হ‌য়ে‌ছি‌লেন লিটন। তিন ম্যা‌চে ও‌ডিআই সি‌রি‌জে যথাক্র‌মে ১২৬*, ৯ ও ১৭৬ রা‌নের ইনিংসের মাধ্য‌মে সি‌রিজে মোট স‌র্বোচ্চ ৩২১ রান ক‌রে‌ছি‌লেন তি‌নি। লিট‌নের ম‌তো দুই সেঞ্চু‌রির সাহা‌য্যে ৩২০ রান ক‌রে তা‌মিম ইকবাল লিটনের অর্জ‌নে ভাগ ব‌সি‌য়ে‌ছি‌লেন।

ব্যাট হা‌তে দুর্দান্ত সময় পার কর‌ছেন লিটন। ক্রি‌কে‌টের তিন ফরম্যাটে সর্ব‌শেষ ছয় ইনিং‌সে লিটন ৬০*, ৫৯, ১৭৬, ৯, ১২৬, ৫৩ রান ক‌রে‌ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »