সাকিব শাওন »
ওয়ানডে সিরিজের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে পারলো না ভারত। তাইতো মাত্র আড়াই দিনে শেষ হলো ক্রাইচার্চ টেস্ট। ওয়ানডে সিরিজ ৩-০ এ হেরেছিল বিরাট কোহালির দল।
টেস্ট সিরিজ হারতে হল ২-০ ব্যাবধানের ফলে। ওয়েলিংটনে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতল কেন উইলিয়ামসনের দল।মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল দ্বিতীয় টেস্ট।
শামিদের দাপটে প্রথম ইনিংসে সাত রানের লিড ছিল ভারতের। আজ সোমবার সকালে ৬ উইকেটে ৯০ রান নিয়ে শুরু করেছিল ভারত। সেখান থেকে দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়মাত্র ১২৪ রানে।
ফলে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৩২ রান। মাত্র তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।
এই টেস্ট জিততে হলে শুরু থেকেই উইকেট তুলতে হতো ভারতীয় বোলারদের কিন্তু তাঁরা ব্যার্থ। ব্লাক ক্যাপসদের দুই ওপেনার টম ল্যাথাম এবং টম ব্ল্যান্ডেল মিলে জয়ের ভিত গড়ে দেন ১০৩ রানের পার্টনারশিপ আসে তাঁদের ব্যাট থেকে।
শেষ দিকে ভারতীয় বোলাররা ৩ উইকেট শিকার করলে ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে যায়। ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বোমরা ২ টি এবং যাদব ১ টি উইকেট লাভ করে।