সাজিদা জেসমিন »
রোহিত শর্মা, মাঠের আগ্রাসী রূপের জন্য এ-ই নাম সবার কাছেই পরিচিত। ভারতীয় দলের একজন ট্রাম্প কার্ড ও বলা চলে। আগ্রাসী রূপ দিয়ে দাপিয়ে বেড়ান ক্রিকেট বিশ্বে। যতই সময় পেরোয় রেকর্ড বুকে যুক্ত হয় নতুন কিছু। রেকর্ডের চাকা যেন থামছেই নাহ। এ-ই যে ২০১৯ গেলো রেকর্ডপূ্র্ণ ভাবে। আর নতুন বছরের শুরুতে নিজেকে আবারো রেকর্ড বুকে প্রতিষ্ঠিত করলেন।
রাজকোটে হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে গড়েছেন নতুন কীর্তি। ওডিয়াই ফরম্যাটে মাত্র কিছু রান হলেই ৭০০০ রানের কাছাকাছি ছিলেন। আর গতকালকের ম্যাচে করলেন সেই রেকর্ড স্পর্শ। ৪৪বলে ৪২ রান করার সময় এ-ই রেকর্ড পূর্ণ হয়। আর সেই সাথে এলিট প্যানেলে চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন রোহিত।
শচীন,সৌরভ,বীরেন্দ্রর পর ভারতের চতুর্থ ওপেনার হিসেবে ৭০০০রানের মাইলফলক স্পর্শের রেকর্ড গড়েন রোহিত। এবং সেই সাথে হয়েছেন দ্রুততম ৭০০০ রান স্পর্শকারী ওপেনার । এই রেকর্ড স্পর্শ করার জন্য রোহিত খেলেছেন ১৩৭ ইনিংস। পিছনে ফেলেছেন আমলা এবং শচীনকে।
খুব দ্রুত আরো একটি রেকর্ডের পাশে নাম লেখাতে যাচ্ছেন রোহিত। ওয়ানডে ফরম্যাটে ৯০০০ রান স্পর্শের কৌটা পূর্ণ করবেন আর মাত্র কিছু রান হলেই। এ-ই ম্যাচে যদিও বা সম্ভব হয়নি। তবে হয়তো আগামী ম্যাচে সুযোগ পেলে ছুঁয়ে ফেলবেন এ-ই রেকর্ড ও।