ওয়ানডে ফরম্যাটের রান তালিকায় শীর্ষ দশে কোহলি

সাজিদা জেসমিন »

বর্তমানে মাঠের ক্রিকেটে আগ্রাসী ব্যাটসম্যানদের তালিকায় সবার আগে হয়তো মনে হতে পারে ভারতীয় বিরাট কোহলির নাম। আর এ-ই আগ্রাসী রূপ দেখিয়ে একের পর একটা রেকর্ড তালিকায় নাম লিখিয়ে যাচ্ছেন। রেকর্ড করা যেন থামছেই নাহ কোহলীর। নতুন বছরটাকেও শুরু করলেন রেকর্ডময় ভাবে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় ৬ষ্ঠ নাম্বারে উঠে এলেন ভিরাট কোহলি। টপকেছেন পাকিস্তানের ইনজামাম উল হক কে। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে এ-ই রেকর্ড গড়েন তিনি৷ ইনজামাম থেকে মাত্র ৩৬ রান পিছিয়ে ছিলেন তিনি৷

আজকের ম্যাচে ৮৯ রানের ইনিংস খেলে তালিকায় এক ধাপ উঠে আসেন। মাত্র ১১ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। আজকের ম্যাচের মাধ্যমে গড় ৬০+ এ এনেছেন এ-ই আগ্রাসী ব্যাটসম্যান।

কোহলির উপরে থাকা বাকি ৫জন হলেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, সানাথ জয়সুরিয়া এবং মাহেলা জয়াবর্ধনে। আর কোহলির পরের ৪জন হলেন ইনজামাম, ক্যালিস,সৌরভ এবং দ্রাবিড়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »