ওয়ানডে থেকে অবসর নেয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল: ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিন কয়েক আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বর্তমান অজি টি-টোয়েন্টি দলপতি অ্যারন ফিঞ্চ।ব্যাট হাতে এই ফরম্যাটে বেশ কিছুদিন যাবৎ হাসছিল না ফিঞ্চের ব্যাট, আর তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে তখন জানিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে অজি কাপ্তানের ব্যাট আলো ছড়াচ্ছে নিয়মিত। দারুণ ফর্ম নিয়েই নিজেদের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়াতে মুখিয়ে আছেন তিনি। ছোট এই সংস্করণে দারুণ ছন্দে থাকা অজি ওপেনার, ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ায় কোন অনুশোচনাই করছেন না। ফিঞ্চের মতে, সঠিক সময়ে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন! তাই এই নিয়ে কোন আফসোস নেই তার।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে ছন্দ ফিরে পাওয়ায়, ওয়ানডে ফরম্যাটের জন্য আফসোস বা অনুশোচনা কাজ করে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিঞ্চ জানান:এটি এমন কিছু যার জন্য আমি কোনো অনুশোচনা করছি না। ৫০ ওভার ফিল্ডিং করার চিন্তা আমাকে আর রোমাঞ্চিত করে না। ২০ ওভার অবশ্যই রোমাঞ্চকর।আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আশা করি এটি আমাকে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে সহায়তা করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »