ওলি পোপের শতক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেনস্টোকসের পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে দারুণ করছেন ওলি পোপ। ইতোমধ্যে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। গতকাল শুরু হওয়া তৃতীয় ম্যাচে ওলি পোপের শতক (১০৩ বলে ১০৩) চড়ে ৪ উইকেট হারিয়ে ১ম দিনে মাত্র ৪৪.১ ওভারে ২২১ রান করেছে ইংল্যান্ড। আলো স্বল্পতার কারনে প্রথম দিনের খেলা সেখানেই শেষ হয়।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনার ব্যান ডাকেট ৭৯ বলে ২ ছয় ও ৯ চারে ৮৬ রানের ইনিংস খেলেন। ওলি পোপ ক্যারিয়ারের ৭ম টেস্ট শতক করেন। জো রুট ১৩ রান করে ফেরেন। পোপ ১০৩ বলে ১০৩ ও হ্যারি ব্রুক ১৪ বলে ৮ রান করে অপরাজিত আছেন।
শ্রীলংকার হয়ে লাহিরু কুমারা ২ উইকেট শিকার করেন। মিলান রাত্মায়েকে ১ উইকেট শিকার করেন।
আজ ২য় দিনে বিকেল ৪ টায় পুনরায় ব্যাট করতে নামবে ইংল্যান্ড। ইংল্যান্ড ইতোধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে ফেলায় শ্রীলংকা এই ম্যাচে পরাজয়বরণ করলে হোয়াইটওয়াশ হবে।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »