নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সড়ক দুর্ঘটনা আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তকে সুস্থতার জন্য আরও দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকতে হবে। সেই কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না তিনি, তা আগেই ধারণা করা হয়েছিল। এবার চলতি বছরের শেষ দিকে ঘরের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে থাকছে না এ ভারতীয় তারকা।
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ররকি যাওয়ার পথে ভয়াবহ এক দুর্ঘটনায় পড়েন পান্ত। কোন রকমে সেখান থেকে উদ্ধার হলেও আহত হোন তিনি। যেখানে ডান লিগামেন্ট চরম ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্রুতই অস্ত্রোপচারে নেওয়া হয়। ডাক্তার দিনশো পারদিওয়ালার নেতৃত্বে ধাপে ধাপে এ ভারতীয় তারকা ক্রিকেটারের চিকিৎসা চলছে।
পান্তের হাঁটুর আন্টেরিওর, পস্টেরিরর ও কোলেটেরাল তিনটা লিগামেন্টই ছিঁড়ে যায়। এই লিগামেন্টগুলো দাঁড়িয়ে থাকা ও হাঁটাচলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে একেকটি লিগামেন্ট সুস্থ হতে মাস তিনেক করে সময় লাগবে।
সেই হিসেবে এই মুহূর্তে পান্তের সুস্থতা নিয়ে নির্দিষ্টভাবে জানাতে পারছেন চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে তিনটি লিগামেন্টে দুই দফা অস্ত্রোপচারে সেরে উঠতে সময় লাগতে পারে ছয় মাস। যার ফলে এই ছয় মাস তাকে খেলা থেকে দূরে থাকার ধরে নিয়েছেন বিসিসিআইর নির্বাচকরা।
অবস্থায় আইপিএলসহ ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন না ঋষভ পান্ত। এছাড়া ২০২৪ সালের আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই উইকেটকিপার ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
এস.আর/নিউজক্রিকেট২৪