ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। আর পুরোপুরি ফিট না থাকায় আসন্ন এশিয়া কাপে খেলেবন না তিনি। তামিমের পরিবর্তে অধিনায়ক কে হবেন সেটা পারে জানিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম নিজেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানান।

তামিম বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা উনাদেরকে বলেছি, কারণও জানিয়েছি… আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।’

এশিয়া কাপ থেকে সড়ে যাওয়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি (লন্ডন থেকে)। কিন্তু ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দলের জন্য… সবসময়ই একটা কথা বলে এসেছি, সবকিছুর ওপরে আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো।’

 

তামিম ইকবাল অবসরে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিানর অনুরোধে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তিনি জানিয়েন বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর তার এ সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে ফোনে সব জানিয়েছেন। তামিম বলেন, ‘আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আজকে। আমার ম্যাসেজটা উনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তবে মূল ব্যাপার হলো এটি যে, আমার কাছে মনে হয়েছে, দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত এবং মনোযোগ দেওয়া উচিত শুধু খেলোয়াড় হিসেবে ও যখনই সুযোগ আসবে, চেষ্টা করা উচিত নিজের সেরাটা দেওয়ার।’ 

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »