ওমেন্স ড্রিমার একাডেমিকে ক্রিকেট সামগ্রী দিলেন খুলনা বিভাগের হেডকোচ ইমতিয়াজ হোসেন

নিউজ ডেস্ক »

ক্রিকেটে ধ্যান ক্রিকেটেই জ্ঞান। স্বপ্ন ছিলো ক্রিকেট নিয়ে জীবন গড়ার তবে সেই স্বপ্নের আকাশে ধুলো বসিয়ে দেয় নাকের ইনজুরি। ক্রিকেট জীবন শুরুর কবছর পরই নাকের ইনজুরি প্রকটভাবে দেখা দেয়৷ বলছি এক সাহসী নারীর কথা নাম আরিফা জাহান বীথি। নিজের রঙ্গিন ক্রিকেট ক্যারিয়ার গড়তে না পারলেও সরে যান নি ক্রিকেট থেকে। এবার স্বপ্ন দেখছেন নিজের হাতে আগামীর বাংলাদেশ গড়ার। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে খুলে নিয়েছেন নারীদের ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র।

দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুরে বীথি গড়ে তুলেছেন দেশের প্রথম বিনামূল্যের নারী প্রশিক্ষণ কেন্দ্র। বীথি স্বপ্ন দেখেন এই নারী প্রশিক্ষণ কেন্দ্র থেকেই তৈরী হবে আগামীর সালমা – জাহানারা। এই একাডেমী থেকে নারী ক্রিকেটার উঠে এসে প্রতিনিধিত্ব করবেন এমনটাই প্রত্যাশা বীথির।

বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করে সংগ্রহ করেন এক ঝাঁক তরুণী নারী ক্রিকেটার। যারা আরিফা জাহান বীথির দেখানো স্বপ্ন পথে হাঁটতে চলে এসেছেন। এই ক্ষুদে ক্ষুদে বাচ্চারা স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের পতাকা বহন করবেন। আর তাদের এই স্বপ্নের আকাশে হাত বাড়িয়েছেন আরিফা জাহান বীথি।

অনেক চড়াই-উতরাই পার করে বীথি দাঁড় করিয়েছেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নামের নারী প্রশিক্ষণ কেন্দ্র। বীথির এমন সাহসী পদক্ষেপের পর আস্তে আস্তে হাত বাড়িয়েছে দিচ্ছেন অনেকে। এবার বীথির ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির পাশে দাঁড়ালেন খুলনার বিভাগীয় হেডকোচ ইমতিয়াজ পিলু। নিজের অর্থায়নে বীথির একাডেমিকে দিয়েছেন ক্রিকেট সামগ্রী। এই ইমতিয়াজ হোসেন পিলুর হাত ধরে উঠেছে এসেছে আজকের সালমা খাতুন, শুকতারা, রুমানা আহমেদ ও শায়লার মত ক্রিকেটাররা।

২০০৬ সাল থেকে নারী ক্রিকেট নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ইমতিয়াজ হোসেন পিলু। দীর্ঘ ১৩ বছর ধরে নারী ক্রিকেট নিয়ে কাজ করার পুরষ্কারও তিনি পেয়েছেন। একজন ইমতিয়াজ হেসপন পিলুর হাত ধরে উঠে এসেছে আজকের লাল সবুজের প্রতিনিধিত্ব করা সালমা-জাহাবরা-রুমানা-শুকতারা ও শায়লার মতো দেশকে প্রতুনিধিত্ব করা ক্রিকেটাররা। শুধু সালমা-জাহানরা-রুমানারাই না তাদের মত মোট ১৩ জন নারী ক্রিকেটার উঠে এসেছে কোচ ইমতিয়াজ হোসেন পিলুর হাত ধরে। নারী ক্রিকেটের জন্য একজন নিবেদিত প্রাণ কোচ ইমতিয়াজ হোসেন পিলু।

হেডকোচ পিলুর এমন সহযোগিতা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরিফা জাহান বিথী। তিনি বলেন, ‘ স্যারকে প্রথমেই ধন্যবাদ আমার ও আমার একাডেমির পাশে দাঁড়ানোর জন্য। আশা করবো স্যার সবসময় আমার একাডেমীর পাশে থেকে সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সহায়তা করবেন। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »