নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে আয়ারল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। গতকাল ডাবলিনে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ যেন এক সত্যিকারের টি-২০ ম্যাচের প্রতিচ্ছবি যেখানে চার ছক্কার ফুলঝুরি, রানবন্যা আর সাথে একাধিক রেকর্ড। নিজেদের স্কোরবোর্ডে রানের বন্যা করে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৫৮ রানে। ডাবলিনের ম্যালাহাইডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার। টসে হেরে ব্যাট করতে নেমেই যেন আগন্তুকের মতো করে বাইশগজে চার ছক্কার ফুলঝুরি ফুটাতে থাকেন। উদ্বোধনী দুই ব্যাটসম্যান কাইল কোয়েটজার ও জর্জ মানসি ব্যাট হাতে দারুন শুরু করায় মাত্র ১৫.১ ওভারেই স্কোরকার্ডে ২০০ তোলেন যা কি না টি-২০ ক্রিকেটে যেকোন উইকেটে ৩য় সর্বোচ্চ রান।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যেকোন উইকেটে সেরা তিন জুটি:
১. হযরতউল্লাহ জাজাই- উসমান গণি আয়ারল্যান্ডের বিপক্ষে ১ম উইকেট জুটিতে ২৩৬ রান করেন।
২. জিম্বাবুয়ের বিপক্ষে অ্যারন ফিঞ্চ ও ডি অর্চি শর্ট মিলে ১ম উইকেট জুটিতে করেন ২২৩ রান।
৩. নেদারল্যান্ডসের বিরুদ্ধে কাইল কোয়েটজার ও জর্জ মানসি ১ম উইকেট জুটিতে করেন ২০০ রান।
৫০ বলে ৫ ছয় ও ১১ চারে ৮৯ রান করে কাইল কোয়েটজার আউট হলেও থামেনি জর্জ মানসির ব্যাট। ৫৬ বলে ১৪ ছক্কা ও ৫ চারে খেলেন অপরাজিত ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৪১ বলে করেন সেঞ্চুরি যাতে কি না আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করাদের তালিকার ৫ নম্বরে উঠে আসেন জর্জ মানসি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি:
১. ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনজন ( দক্ষিন আফ্রিকার ডেভিড মিলার,ভারতের রোহিত শর্মা ও চেক রিপাবলিকের সুদেশ বিক্রমাসেকারা)
২. জর্জ মানসি ৪১ বলে সেঞ্চুরি করেন নেদারল্যান্ডসের বিপক্ষে
৩. হযরতউল্লাহ জাজাই ৪২ বলে সেঞ্চুরি করেন আয়ারল্যান্ডের বিপক্ষে
২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় নেদারল্যান্ডসকে । ২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস শুরুতে মাত্র ১৮ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক পিটার সিলার ৪৯ বলে ৯ চার ও ৫ ছয়ে ৯৬ রান করলেও হার এড়াতে পারেনি তার দল শেষ পর্যন্ত গিয়ে থামে ১৯৪ রানে। ৫৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড আর ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ৫৬ বলে ১২৭ রান করা জর্জ মানসি।