কে এম আবু হুরায়রা »
গত ১১ই ডিসেম্বর ঢাকায় শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএল এখন শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭’ই জানুয়ারী বিপিএলের পর্দা নামবে। অনেক আশা নিয়ে শুরু হওয়া বিপিএল আমাদের কি দিলো? এমন প্রশ্নে বেশ খুশিই ছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল (১২’ই জানুয়ারী) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এবারের বিপিএলে দেশি ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, ” এবারের বিপিএলে আমরা খুশি। খুশি হওয়ার যতগুলো কারন থাকা উচিৎ ঠিক ততগুলো কারনই আমাদের কাছে আছে। সব দলই একইরকম ছিলো। ৪-৫ টা দল চ্যাম্পিয়নের যোগ্য। হয়তো লেগ স্পিনারদের কাজে লাগাতে পারিনি, তবে স্থানীয়রা প্রচুর সুযোগ পেয়েছে। এখন কাকে ফেলে কাকে রাখবো সেটাই বিষয়। ওপেনার সবাই ভালো করছে। “
ওপেনারদের নিয়ে বিসিবি এক মধুর সমস্যায় এটা বলার অপেক্ষা রাখেনা। গোপন করলেননা বিসিবি বসও। পাপন বলেন,” তামির খুব ভালো খেলছে। লিটন ছন্দে আছে। নাইম দারুণ খেলছে, ইমরুল ধারাবাহিকভাবে ভালো খেলছে৷ আফিফও ওপনে ভালো। শান্ত সেঞ্চুরি করলো, মিরাজ দুর্দান্ত৷ কাকে খেলাবো? আমরা ঠিক এমনটাই চাচ্ছিলাম। “
ব্যাটসম্যানদের সাথে নজর কেড়েছে বোলাররাও। মেহেদী, হাসান মাহমুদ, রানার প্রশংসা ছিলো বিসিবি সভাপতির কন্ঠে৷ তিনি বলেন, ” মেহেদী তিনে ব্যাট করে বোলিংও করছে। হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা। এটাইতো চাচ্ছিলাম। আগেতো খেলোয়াড়ই পাচ্ছিলামনা। এখনতো অনেক অপশন।”
তবে পারফর্মার পেলেইযে তারা রাতারাতি জাতীয় দলেও ভালো খেলবে এমনটি সহজ নয় ডা মনে করিয়ে দিলেন পাপন। বলেছেন প্রতিভা আছে, তবে জাতীয় পর্যায়ে গেলেই যে ভালো করবে তা নয়। কিন্তু তারা সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছে।