ঐতিহাসিক সেঞ্চুরি ফারজানার, লড়ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক »

ভারতের বিপক্ষে তিন সিরিজের শেষ ওয়ানডেতে আজ মিরপুরে ভারত নারী দলের বিপক্ষে মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ২য় সর্বোচ্চ রানের পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলার বাঘিনীরা।

নারীদের ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি থাকলেও ওয়ানডে ক্রিকেটে এবারই প্রথম বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন পিংকি।

সকালের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। দলীয় ৯৩ রানে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। ২য় উইকেট জুটিতে ফারজানা ও অধিনায়ক জ্যোতি গড়েন আরো ৭১ রানের পার্টনারশিপ। ১৬৪ রানে জ্যোতি ফিরে গেলেও দ্রুত রান তু্লতে থাকে বাংলাদেশ। আর একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ফারজানা হক পিংকি। নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে ১৬০ বল খেলে ১০৭ রান করে আউট হন তিনি।

বাংলাদেশের দেওয়া ২২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৩২ রানেই ২ উইকেট হারানো ভারতকে চেপে ধরে বাংলাদেশ। কিন্তু ৩য় উইকেট জুটিতে স্মৃতি মান্দানা ও দেওল দারুণ এক পার্টনারশিপ গড়ে তুলেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেটে ১০৩ রান।

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »