নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় টি-টোয়ন্টিতে শুক্রবার (২৮ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর ১-০ এগিয়ে আছে শান্তর দল। তাই এই ম্যাচ জিতে সিরিজ জয় করে ইতিহাস গড়তে চাই টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শুরু আগে অধিনায়ক শান্ত জানিয়েছেলেন এবার ইতিহাস বদলে ভালো কিছু করতে চান। সেটাই করে দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শান্তরা মাঠে নামবেন সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে
শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে রেশ ধরে রেখে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় টাইগারদের। এটাই এখন টাইগারদের স্বপ্ন দেখাচ্ছে সিরিজ জয়ের। এই আত্মবিশ্বাসের রসদ যুগিয়েছে বোলাররা। দারুণভাবে কিউইদের নাস্তানাবুদ করেছে টাইগার বোলার।
তবে মাঠে নামার আগে বাংলাদেশ দলের দলে চিন্তার কারণ প্রথম টি-টোয়েন্টিতে কার্যকরী ইনিংস খেলা লিটন দাসের হ্যামস্ট্রিং ইনজুরি। ব্যাটিংয়ের সময় পাওয়া চোট নিয়েই জয় নিশ্চিত করে মাঠ ছেড়েন এই টাইগার ওপেনার। ম্যাচ শেষে খুড়িয়ে হাটতে দেখা গেছে তাকে। তাই তাকে নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তাই একাদশে পরিবর্তর হতে পারে।
ম্যাচে আগের দিন বিশ্রামে ছিল পুরো বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) টাইগারদের সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের চ্যালেঞ্জটা নিতে চান। পোথাক বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। ক্রিকেটাররা আগের উদ্যোম নিয়েই নামবে। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।’
মাউন্ট মঙ্গানুইতে এর আগে দুটি টি-টোয়ন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দুটিতেই হেরেছে টাইগাররা। এবার পরাজয়েল বৃত্ত ভাঙ্গতে চায় আত্মবিশ্বাসী শান্তর দল। বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নিউজক্রিকেট২৪/আরএ