নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ ম্যাচ উপভোগ করতে চাইলে বিশ্ব ক্রিকেটকে চোখ রাখতে কলকাতায়। কেননা, ভারত-বাংলাদেশের মধ্যকার দিবারাত্রির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটা যে আজ (২২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১ টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান মুমিনুল।
সিরিজের প্রথম টেস্টে বাজে হারের পর ঐতিহাসিক এই টেস্টে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে। গত টেস্টের ভুল শুধরে সেসন বাই সেসন জয় করাই বাংলাদেশের মূল লক্ষ্য। ১ম টেস্টে দুইজন পেসার থাকলেও ২য় ও শেষ টেস্টে যে ৩ জন পেসার নিয়ে খেলবে সেটা আগে থেকেই নিশ্চিত ছিলো। হলোও তাই, রাহি ও ইবাদতের সাথে ১ম টেস্টের একাদশে না থাকা এক পেসারকে নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের পেস বোলিং লাইনআপ।
দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাদের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাইম হাসান ও পেসার আল আমিন হোসেন।
বাংলাদেশ একাদশঃ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাইম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
ভারত একাদশঃ রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।
প্রসঙ্গত, এই টেস্ট নিয়ে আগ্রহের কমতি ছিলো না ভক্ত-সমর্থকদের। সপ্তাহ খানেক আগেই এর প্রস্তুতি, প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারত ও বাংলাদেশ, দুই দলই প্রথমবারের মতো দিবা নিশির টেস্ট খেলতে ২২ গজ মাতাবে। এমন ম্যাচকে স্মরনীয় করে রাখতে বিসিসিআই নিয়েছেন নানা রকম উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ। আরো বিভিন্ন আয়োজনে ভরপুর ছিলো এই টেস্ট। ঐতিহাসিক এই টেস্টের প্রথম চারদিনের টিকিট বিক্রি শেষ। তাছাড়া টিকিট না পেয়ে হাহাকারের অনলে দগ্ধ হয়েছে অনেকেই। অতএব বুঝাই যাচ্ছে, টেস্ট ইতিহাসের সেরা আয়োজনে আয়োজিত এই টেস্ট ম্যাচটা মাঠে বসে উপভোগ করার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় বা। এতো এতো আয়োজনই সবাইর মাঝে মুগ্ধতার তীর ছুঁড়ে দিয়েছে। যেনো গোলাপির আবেশে পুলকিত পুরো ক্রিকেট বিশ্ব।