নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) প্লেয়ার ড্রাফট আজ রবিবার(১৭ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হবে। ড্রাফটে আগেই ঘোষিত হয়েছে ক্রিকেটারদের ক্যাটাগরি। যেখানে দেশীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার।
দেশীয় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ।
জুয়ারির প্রস্তাব গোপন করার ফলে আইসিসির নিষেধাজ্ঞায় এই লিষ্টে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উল্লেখ্য, আইসিসি নিষেধাজ্ঞার ফলে সাকিবকে শর্তে সাপেক্ষে এক বছরের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে।
‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকছে চার দেশি ক্রিকেটার এবং বিদেশিদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছে ‘এগার ক্রিকেটার। যেখানে দেশীয় ‘এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০ লক্ষ, সেখানে বিদেশি ‘এ প্লাস ‘ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য দেশীয় ক্রিকেটারদের তুলনায় ৮৫ লক্ষ টাকা বেশি।
‘এ প্লাস’ ক্যাটাগরি ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে বাকি পাঁচ ক্যাটাগরি গুলো হলো ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’। যেখানে ‘,এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য ২৫ লক্ষ। বাকি ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য যথাক্রমে ১৮ লক্ষ, ১২ লক্ষ, ৮ লক্ষ ও ৫ লক্ষ টাকা।
দেশীয় পাঁচ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকা-
ক্যাটাগরি ‘এ প্লাস’ : মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল।
ক্যাটাগরি ‘এ’: মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস।
ক্যাটাগরি ‘বি’: আবু হায়দার রনি, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, ফজলে রাব্বি মাহমুদ, ইয়াসির আলী চৌধুরি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।
বাকি ‘সি’, ‘ডি’, ও ‘ই’, ক্যাটাগরিতে আছেন যথাক্রমে ৪৫, ৮০, ও ৪৭ জন ক্রিকেটার।